নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: বুধবার ০৩,ডিসেম্বর :: কেন্দ্রীয় পরিবহন নীতির বিরোধিতায় ট্রাক এবং লরি চালকদের পাশাপাশি অয়েল ট্যাঙ্কর চালকদের একাংশ কর্মবিরতি পালন করছেন। এর ফলে রাজ্যের প্রায় ২৫০০ পেট্রোল পাম্পের মধ্যে প্রায় ৭০০ পেট্রোল পাম্প ইতিমধ্যেই ড্রাই হয়ে গেছে।
চালকরা ট্যাঙ্কারে তেল তুলতে বাধা দেওয়ায় দুর্গাপুর, আসানসোল, মালদহ , পূর্ব মেদনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের এইচপিসিএল, বিপিসিএল এবং ইন্ডিয়ান অয়েল কোম্পানিগুলির পেট্রোল পাম্পগুলিতে তেলের জন্য হাহাকার দেখা দিয়েছে। এর পাশাপাশি চালক এবং খালাসীরা হলদিয়া , দুর্গাপুর, আসানসোল বিভিন্ন পাম্পে বিক্ষোভ দেখিয়েছেন।
জাতীয় সড়কের দুপাশে একাধিক পেট্রোল পাম্পে ইতিমধ্যেই ড্রাই হয়ে গেছে। তবে হাওড়ার মৌরিগ্রাম ইন্ডিয়ান অয়েল ডিপোতে আজ বেশ কিছু ট্যাঙ্কারে তেল তোলা হলেও আগামীকাল থেকে এখানেও প্রভাব পড়তে পারে জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল পেট্রোল পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশনের ওয়াকিং প্রেসিডেন্ট প্রসেনজিৎ সেন।
তিনি জানিয়েছেন যেহেতু কেন্দ্রীয় নীতি অত্যন্ত কড়া করা হয়েছে তাই চালকরা ট্যাংকার চালাতে অস্বীকার করছেন। তাতেই এই সমস্যা দেখা দিয়েছে। এ ব্যাপারে তিনি রাজ্য সরকারের হস্তক্ষেপ চেয়েছেন।