নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: বুধবার ০৩,ডিসেম্বর :: অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা ২০২৪। ইতিমধ্যেই এই মেলাকে কেন্দ্র করে সাজো সাজো রব এখন গঙ্গাসাগরে। জেলা প্রশাসনের তরফ থেকে এই মেলায় কোনরকম খামতি রাখা যাবেনা। গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে জেলা প্রশাসনের আধিকারিকেরা দফায় দফায় বৈঠক সেরে নিচ্ছে।
গঙ্গাসাগরে পুণ্যার্থীদের কথা মাথায় রেখে অস্থায়ী হাসপাতাল নির্মাণেরও কাজ চলছে। গঙ্গাসাগর থেকে বাড়ি ফেরার পথে ভেসেল ঘাটের কাছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ভিন্ রাজ্যের তীর্থযাত্রীর। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাজস্থানের হীরাই গ্রামের বাসিন্দা গোমান সিং (৪৬) সহ ৩৬ জনের পুণ্যার্থীদের একটি দল গঙ্গাসাগরে আসে। গঙ্গাসাগরে পুণ্যস্নান সেরে কপিলমনি মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফেরার সময়। কাকদ্বীপ লট নম্বর আট ভেসেল ঘাট এর কাছে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে গোমান সিং।
এরপর ঘাটে থাকা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় গোমান সিংকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গোমান সিংকে মৃত বলে ঘোষণা করে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই পুণ্যার্থীর।
পুণ্য লাভের আশায় পুণ্য করতে এসে স্বজন হারাতে হলো সিং পরিবারের সদস্যদের। হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে সিং পরিবারের সদস্যরা। কাকদ্বীপ মহাকুমার প্রশাসনের পক্ষ থেকে মৃতদেহ সরকারের জন্য সিং পরিবারকে সমস্ত রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছে।