৩১ শে ডিসেম্বরের মধ্যে হয়নি মহকুমা, মৌন প্রতিবাদ ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: বৃহস্পতিবার ০৪,ডিসেম্বর :: বুধবার বিকেলে ধূপগুড়ির তৃণমূল বিধায়ক নির্মল চন্দ্র রায়ের বাড়ীর সামনে প্রতীকি ভাবে মৌন প্রতিবাদ জানালেন ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা। উল্লেখ্য ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের পূর্বে তৃণমূল কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ৩১শে ডিসেম্বরের মধ্যে ধুপগুড়ি মহকুমা হবে।

কিন্তু ৩১শে ডিসেম্বরের মধ্যে মহকুমা হয়নি ধূপগুড়ি।তাই এদিন ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা প্রতিবাদে সামিল হন। এদিন ধূপগুড়ি নেতাজিপাড়া থেকে মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা বিধায়কের বাড়ির সামনে আসেন। সেখানে বিধায়কের বাড়ির সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মৌন প্রতিবাদ জানান। খুব দ্রুত মহকুমার নোটিফিকেশন করা না হলে বৃহত্তর আন্দোলনে নামবে মহকুমা নাগরিক মঞ্চ ।এমন কি অনশনে বসবেন বলেও জানান মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা।

ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের সম্পাদক দাসগুপ্ত বাবু  জানান, ভোটের আগে তৃণমূল কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল ৩১সে ডিসেম্বর ২০২৩ এর মধ্যে ধূপগুড়ি মহকুমা হয়েযাবে। কিন্তু সেটি শুধু তাদের ভোট বৈতরণী পার করার জন্য এবং ভোট বাক্সে প্রভাব ফেলানোর জন্যই বলা হয়েছিল তা পরিষ্কার। ধুপগুড়ির মানুষ প্রতারিত হয়েছে। তাই আজ আমরা প্রতিকি আন্দোলন করলাম। পরবর্তীতে আমরা আমরণ অনশন করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 9 =