নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ০৪,ডিসেম্বর :: তৃণমূলের কংগ্রেসের মধ্যে নবীন ও প্রবীনের যে দ্বন্দ চলছে তা নিয়ে সায়নী ঘোষ বলেন, নবীন,প্রবীন দ্বন্দ বুঝি না, আমি বুঝি আসল তৃণমূল ও নকল তৃণমূল। আসল তৃণমূলের ব্যাখা দিতে গিয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্দশ কে সামনে রেখে মানুষের পাশে থাকা।সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করে কাঁধে কাঁধ মিলিয়ে যারা চলে তারাই আসল তৃণমূল।
পাশাপাশি বিজেপি কে কটাক্ষ করে তিনি বলেন, লোকসভা ভোটের আগেই দিল্লী থেকে ডেলি প্যাসেঞ্জারি শুরু হয়ে গেছে, বাড়ি বাড়ি যাবে, মন কি বাত হবে। তারপর ভোট শেষ হলেই তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। সারা বছর সাধারণ মানুষের পাশে থেকে কন্যাশ্রী, রুপশ্রী থেকে লক্ষ্মীশ্রী দিচ্ছেন। ছাত্রছাত্রীদের মোবাইল, ট্যাব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার নাম কোথাও থাকে না।
সেই জায়গায় প্রধানমন্ত্রী “বাংলা আবাস যোজনা” কে প্রধানমন্ত্রী আবাস যোজনা, “বাংলা গ্রাম সড়ক যোজনা” কে গ্রাম সড়ক যোজনা করে প্রধানমন্ত্রী তকমা দিতে হবে বলে বর্ধমানের কার্জনগেট থেকে বর্ধমানে জেলা যুব তৃণমূল কংগ্রেসের আয়োজিত মহামিছিল ও প্রতিবাদ সভা থেকে মন্তব্য করেন যুব তৃনমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ।
বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের,বঞ্চনা,অবিচার ও ১০০দিনের কাজের বকেয়া টাকা আটকে রাখার প্রতিবাদে আয়োজিত পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের মহামিছিল ও প্রতিবাদ সভা।