নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কামারহাটি :: বৃহস্পতিবার ০৪,ডিসেম্বর :: ব্রাত্যদের অভিনয় ও নৃত্য উপস্থাপনার মাধ্যমে নৃত্য অনুষ্ঠান। কামারহাটি নজরুল মঞ্চে অভিনয় নৃত্য উপস্থাপনার মাধ্যমে নৃত্য অনুষ্ঠান করেছেন। আয়োজন করল “মন-ও-মুদ্রা”। যারা সমাজে ব্রাত্য একটু পিছিয়ে পড়া,তারাও পারে দেখিয়ে দিলো তাদের অসাধারণ নৃত্যর মাধ্যমে।
নাচের তালে এগিয়ে যাক ওরা, ফিরে আসুক জীবনের ছন্দে, ওরা ও কেনো পিছিয়ে থাকবে, কেনো সমাজ পরিজন ওদের হেলাফেলা ভাববে এটা শুধু কথাতে নয় দেখিয়ে দিলো ওরাও পারে। মন-ও-মুদ্রা আয়োজন করল বিশেষ ভাবে সক্ষম শিশুদের নিয়ে মন মুগ্ধ অনুষ্ঠান।
নৃত্য করেছেন বিশেষ ভাবে সক্ষম বাচ্চারা সাথে আরো অনেকেই, নৃত্যের তালিম দিয়েছেন দেবারতি গোস্বামী, যার প্রচেষ্টা ও ভাবনায় এই উদ্যোগ। ৫৩ জন বিশেষ ভাবে সক্ষম বাচ্চারা পারফরমেন্স করেছে তালিম দিয়েছেন নৃত্য শিক্ষিকা দেবারতি গোস্বামী।