নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ০৪,ডিসেম্বর :: সম্প্রতি, গীতাপাঠের আয়োজন করা হয়েছিল বঙ্গ বিজেপির তরফ থেকে। এক লক্ষেরও বেশি যুবক-যুবতি যোগদান করেছিল সেই অনুষ্ঠানে। অনেকে তা ভালো চোখে নিলেও, একশ্রেণী তা নেয়নি ভালোভাবে।
এই বিষয়ে মুখ খুললেন বিশিষ্ট আইনজীবী দেবরাজ মল্লিক। তাঁর বক্তব্য, গীতাপাঠের নামে হয়েছে সার্কাস। পাশাপাশি, তিনি আরও দাবি করেন যে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে গীতা নিয়ে এবং এতে আঘাত লেগেছে অনেকের আবেগে। সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিগত আক্রমণের কথাও তুলে ধরেন তিনি।