রাস্তা এতটাই খারাপ যে সেই টোটো উল্টে কুুঁড়ির মত শিশুর প্রাণ ঝরে গেল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার ০৫,জানুয়ারী :: হাওড়া পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডে হাঁসখালি পোলে হরেকৃষ্ণ নগরে আজ সকালে স্কুল থেকে দাদুর টোটোয় চেপে বাড়ি ফিরছিল নার্শারি ক্লাসের ক্ষুদ্র পড়ুয়া রুপক মালিক। রাস্তা এতটাই খারাপ যে সেই টোটো উল্টে কুুঁড়ির মত শিশুর প্রাণ ঝরে গেল। টোটো চালক অর্থাৎ শিশুটির দাদু গণেশ খাস্কিল পা ভেঙে হাসপাতালে ভর্তী। ঘটনা সুত্রে জানা যায় এবছরেই শিশুটি একটি বেসরকারী স্কুলে ভর্তী হয়।

স্কুল ছুটি হলেও তাকে তার দাদু নিজের টোটোয় করে বাড়ি আনছিল। কিন্তু এলাকার রাস্তা খারাপ হওয়ায় টোটোটি দুর্ঘটনার কবলে পড়ে। তখনই টোটোটি রাস্তায় উলটে যায় এবং শিশুটি টোটোর নীচে চাপা পড়ে যায়। তড়িঘড়ি এলাকার লোক ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসে এবং সার্জিক‍াল ওয়ার্ডে ভর্তী করা হয়। কিন্তু চিকিৎসকরা চেষ্টা করেও সফল হতে পারেনি। ফলে অকালে ঝরে গেল একটি শিশুর প্রাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 4 =