নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: শুক্রবার ০৫,জানুয়ারী :: স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি হস্তশিল্প নিয়ে সীমান্তে আউটলেট খুললো বিএসএফ। সীমান্তবর্তী এলাকার মহিলাদের স্বনির্ভর করে তুলতেই এমন উদ্যোগ বিএসএফের। আর এই উদ্যোগের ফলে একদিকে যেমন মহিলারা স্বাবলম্বী হবে অন্যদিকে সীমান্ত রক্ষীদের সাথে সীমান্ত লাগোয়া গ্রামের সাধারণ মানুষের আরো নিবিড় জনসংযোগ বৃদ্ধি হবে।
সীমান্ত লাগুয়া অঞ্চল গুলিতে চোরাচালান অনেকটাই কমবে বলে ধারণা বিএসএফের। নদীয়ার কাদিপুর বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ান আয়োজিত এক অনুষ্ঠানের আয়োজন করা হয় গ্রামের মহিলাদের নিয়ে সেখানে মহিলাদের স্বাবলম্বী করে তুলতে বিএসএফের পক্ষ থেকে সেলাই মেশিন প্রদান করা হয়। যাতে বাড়িতে বিভিন্ন প্রকার জিনিস বানিয়ে আউটলেটে বিক্রি করতে পারে।
ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে বিএসএফের তৈরি আউটলেট গুলিতে মহিলাদের তৈরি বিভিন্ন জিনিস ভালই বিক্রি হবে বলে বিএসএফের ধারনা।