নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামপুরহাট :: শুক্রবার ০৫,জানুয়ারী :: সরকারি বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য সঙ্গীত গাইলেন না রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। রাজ্য সঙ্গীত গাওয়ার সময় পিছনে দুইহাত দিয়ে মঞ্চে দাঁড়িয়ে রইলেন তিনি। রাজ্য সঙ্গীত গাইলেন না বোলপুরের সাংসদ অসিত কুমার মালও।ঘটনাটি বীরভূমের রামপুরহাটে।
রামপুরহাটে ৪২ তম বীরভূম বইমেলার উদ্বোধন অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানের শুরুতে রাজ্য সঙ্গীত গায় এলাকার একটি দৃষ্টিহীন স্কুলের পড়ুয়ারা। রাজ্য সঙ্গীত গাওয়ার সময় মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। কিন্তু তিনি রাজ্য সঙ্গীত গাইলেন না।
গত বছর ৩০ ডিসেম্বর রাজ্যের বিভিন্ন সরকারী অনুষ্ঠানে রাজ্য সঙ্গীত গাওয়ার নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সেই নির্দেশিকা জারি করার পরেও বীরভূমের সরকারি বই মেলা উদ্বোধনে রাজ্য সঙ্গীত গাইলেন না রাজ্য সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।