সারা রাজ্যের মত ট্রাক ড্রাইভারদের বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ল মালদা জেলার ১৮ মাইল এলাকায়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ৬,জানুয়ারি :: সারা রাজ্যের মত ট্রাক ড্রাইভারদের বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ল মালদা জেলার ১৮ মাইল এলাকায়। এদিন প্রায় ১০০ জন ট্রাক ডাইভার ১৮ মাইলের জাতীয় সড়কের ওপর বিক্ষোভ দেখায়। মূলত তাদের দাবি, জনবিরোধী হিট এন্ড রান আইনকে ইতিমধ্যে কেন্দ্র সরকারকে তুলে নিতে হবে। তা নাহলে তাদের আন্দোলন জারি থাকবে।

অল ট্রাক ডাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনের তরফে জামিরুল সেখ বলেন, আমরা অত্যন্ত গরীব পরিবারের। তাই ট্রাক চালায়। কিন্তু বর্তমান কেন্দ্র সরকার যে হিট এন্ড রান আইনটি সংসদে পাশ করেছে। তা জনবিরোধী। অবিলম্বে এই আইনকে প্রত্যাহার করে নিতে হবে। তা হলে আমাদের আন্দোলন জারি থাকবে ।

উল্লেখ্য সংসদে যে নতুন আইনটি পাস হয়েছে তাতে বলা হয়েছে যদি কোন গাড়ি চালক কোন দুর্ঘটনা ঘটায় তবে সেক্ষেত্রে তাকে ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লক্ষ টাকা দিতে হবে এবং তার পাশাপাশি তার দশ বছর জেল হবে।
মূলত, এই আইনের বিরোধিতাতেই রাজ্য তথা দেশের সর্বত্রই গাড়ী চালকদের বিক্ষোভ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 17 =