সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: শনিবার ০৬,জানুয়ারি :: লোকসভা নির্বাচনের আগে আবারও খবরের শিরোনামে উঠে এল ডায়মন্ডহারবার মডেল। রবিবার বিষ্ণুপুর বিধানসভা অন্তর্গত পৈলান যুব সংঘের মাঠে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবীর নাগরিকদের বার্ধক্য ভাতা প্রেরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আর সেই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।


ডায়মন্ড হারবার লোকসভার প্রায় ৭৫হাজার মানুষকে এই বার্ধক্য ভাতা প্রদান করা হবে।ফলতার জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,সরকার বার্ধক্য ভাতা দিচ্ছে। কিন্তু, যাঁরা নতুন রেজিস্ট্রেশন করেছেন, তাঁদের ক্ষেত্রে একটা পলিসিগত সমস্যা রয়েছে। সেটারও দ্রুত সমাধান হবে। তবে সরকার যবে দেবে দেবে। আমি কথা দিচ্ছি, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাঁদের পাশে দাঁড়াব। তৃণমূলের পক্ষ থেকে এই অনুষ্ঠানের নাম দেয়া হয়েছে “প্রবীণ নাগরিকদের শ্রদ্ধার্ঘ্য”। ইতিমধ্যে আগামীকালের অনুষ্ঠানকে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা চোখে পড়ার মতন।