সুদেষ্ণা মন্ডল / সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: রবিবার ৭,ডিসেম্বর :: কপিল দেব ভারতীয় ক্রিকেটের এমন এক ধ্রুবতারা, যার জন্য গর্বিত ভারতীয় ক্রিকেট গোটা বিশ্বে ক্রিকেটের দরবারে। আজ এই সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার কপিল দেবের জন্মদিন। ১৯৫৯ সালে কপিল দেবের জন্ম ৬৫ তম জন্মদিন আজ কপিল দেবের।
তাঁর হাত ধরেই প্রথমবার ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। সেই সময় সাদামাটা পিচে স্পিন বোলিং ছিল ভারতের ভরসা, তৎকালীন সময় জোরে বলার কপিল দেবের উত্থান চিরস্মরণীয়। স্পিন নির্ভর ভারতীয় বোলিংয়ের ভরসা যুগিয়েছিলেন কপিল দেব। সেই সময় ভালো পেস বলারের দেখা মেলা ভারতীয় ক্রিকেট দলে দুষ্কর ছিল। বেদী চন্দ্রশেখররাই ভরসা দিতেন ভারতীয় বোলিং কে।
তৎকালীন সময়ে কপিল দেবের উত্থান ভারতকে পেস বোলিং এর ক্ষেত্রে নতুন দিগন্ত রচনা করতে সাহায্য করে। খুব সাধারন একটি পরিবারের ছেলে ছিলেন কপিল দেব, অনেক ঘাত প্রতিঘাত অনেক লড়াই । বিশ্ব ক্রিকেটের দরবারে সদা উজ্জ্বল নক্ষত্র হলেন কপিল দেব। বিদেশি দল গুলোকে কপিল দেব প্রথম চোখ রাঙানি দিয়েছিলেন।
১৯৮৩ সালের বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ মনে রাখবে ক্রিকেট বিশ্ব, বিগত দুটি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সবাই একপ্রকার ধরে নিয়েছিল ৮৩ তে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হতে চলেছে। তবে সমস্ত কিছুকে ভুল প্রমাণিত করে কপিল দেবের নেতৃত্বে ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল।
ভিভিয়ান রিচার্ডস , সোবার্সদের চোখে চোখ রাখবার সাহস যুগিয়েছিলেন কপিল দেব। সেই বিশ্বকাপে জিম্বাবুয়ের বিরুদ্ধে ১৭৫ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন যা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে। কপিল দেব বলেন ভারতের ক্রিকেটের ইতিহাসের ক্ষেত্রে সব থেকে বড় অধ্যায়, যার কোন শেষ নেই।