ট্রেনে ভিড়, তিলধারণের জায়গা নেই লঞ্চঘাটে, লাল নিশানকে হাতে রেখে ব্রিগেডমুখী জনতার ঢল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ৭,ডিসেম্বর :: লোকসভা ভোটের আগে ব্রিগেডের মঞ্চ থেকেই শক্তি প্রদর্শন করতে চাইছে সিপিএম। যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে ‘ইনসাফ সমাবেশ’-এ লোক আসছেন বহু দূর দূর থেকে। সকাল সাড়ে দশটাতেই ভিড়ের যা বহর, তাতে ইতিবাচক বার্তাই যাচ্ছে বাম নেতৃত্বের কাছে।

ভোরের আলো ফোটার আগে থেকেই ব্রিগেডের আশপাশে ঠাঁই নিতে শুরু করেছিলেন সমর্থকেরা। অনেকেই ফাঁকা মাঠে কম্বল বিছিয়ে দিব্য ঘুমিয়েও নিয়েছেন। তবে আসল ভিড়ের শুরুটা হল সকাল ৮টা থেকে। হাওড়া স্টেশনে একটি করে ট্রেন এসে থামছে আর তা থেকে দলে দলে মানুষ নেমে চলেছেন ধর্মতলা মোড়ের দিকে। বেশির ভাগই হেঁটে রওনা দিচ্ছেন হাওড়া ব্রিজ পেরিয়ে।

বহু মানুষকে দেখা গেল লঞ্চঘাটে ভিড় করতে। একটা সময় এমন অবস্থায় হয় যে, একের পর এক লঞ্চ হাওড়া ঘাট থেকে কলকাতার উদ্দেশে ছেড়েছে যাতে বোঝাই শুধু বাম কর্মী-সমর্থকেরাই। লাল নিশানে সজ্জিত হয়ে একের পর এক লঞ্চ হাওড়া থেকে কলকাতার ঘাটে এসে ভিড়ছে। আর ক্রমশ ভিড় বাড়ছে রবিবারের গড়ের মাঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 6 =