সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: সোমবার ৮,জানুয়ারি :: প্রতিবছরের মতনই ব্যতিক্রম হলোনা ২০২৪। শারীরিক অসুস্থতার প্রতিবন্ধকতা কাটিয়ে সোমবার গঙ্গাসাগর মেলার শুভ উদ্বোধন ও গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগরে পৌঁছাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর গঙ্গাসাগর সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই সেজে উঠেছে গঙ্গাসাগর। রঙিন আলোতে রেঙে উঠেছে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির। চলছে শেষ বেলার প্রস্তুতির কাজ। কর্মসূচি:-
১) সোমবার দুপুর একটার সময় গঙ্গাসাগরের ৫ নম্বর রাস্তার অস্থায়ী হেলিপ্যাড মাঠে অবতরণ হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার।
২) এরপর ভারত সেবাশ্রমে যাবেন তিনি , একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন ।
৩) গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ পরিদর্শন ও কপিলমুনি মন্দির পরিদর্শন
৪) কপিলমুনি মন্দির থেকে সুন্দরবনের একাধিক প্রকল্পের শিলান্যাস
৫) কপিলমুনি মন্দিরের মহন্ত জ্ঞানদাস মহারাজের সাথে একান্ত সাক্ষাৎ
৬) কপিলমুনি মন্দিরের পুজো দেবেন
৭) গঙ্গাসাগরের মেলা সংক্রান্ত বিষয় নিয়ে প্রশাসনিক বৈঠক
৮) গঙ্গাসাগরে রাত্রি বাস
৯) মঙ্গলবার সকাল ৯ টার সময় গঙ্গাসাগর থেকে জয়নগরের প্রশাসনিক সভায় যোগদান। জয়নগরের জনসভা থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাসাগর সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা মেলা প্রাঙ্গণ। কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ পর্যন্ত মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশকর্মী।