নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: সোমবার ৮,জানুয়ারি :: অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের জেলা সফরের আগেই সেন্টার বন্ধ রেখে আন্দোলন অঙ্গনওয়াড়ি দিদিমনি ও সহায়িকাদের। সোমবার সকাল থেকে বালুরঘাট শহর ও শহর লাগোয়া একাধিক অঙ্গনওয়াড়ি সেন্টার বন্ধ থাকায় বিপাকে পড়েন খুদে পড়ুয়া ও তার অভিভাবকেরা। ঘটনা নিয়ে দিদিমণি ও সহায়িকাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অভিভাবকেরা।
জেলা প্রশাসন সূত্রের খবর অনুযায়ী, আগামী মঙ্গল ও বুধবার দুই দিনাজপুরের বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টার পরিদর্শনে আসছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অরুময় রায়। যার আগাম খবর পেতেই এদিন সকাল থেকে নিজেদের দাবি-দাওয়া নিয়ে বালুরঘাট শহর ও শহর লাগোয়া একাধিক সেন্টার বন্ধ রেখে আন্দোলনে নামে অঙ্গনওয়াড়ি সহায়িকা ও দিদিমণিরা। তাদের অভিযোগ, প্রায় দু মাসেরও বেশি সময় ধরে বকেয়া রয়েছে শিশুদের খাবারের টাকা। যার জেরে প্রায় প্রতিনিয়তই সমস্যায় পড়তে হয় তাদের।
অন্যদিকে অভিভাবকদের অভিযোগ, সেন্টারগুলোতে শিশুদের সঠিক পরিমানে খাবার দেওয়া হয় না। যা নিয়ে দিদিমণি ও সহায়িকাদের বিরুদ্ধে খাবার চুরির অভিযোগও তুলেছেন তারা। এদিন সকাল থেকে আচমকা এমনভাবে সেন্টার বন্ধ রাখবার কারনে দিদিমণি ও সহায়িকাদের বিরুদ্ধে চরম ক্ষোভ উগরে দিয়েছেন অভিভাবকেরা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলাশাসক।