নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: সোমবার ৮,জানুয়ারি :: দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার গঙ্গাধর পুরের রেল লাইনের কাজের সময় রেললাইনের পাতের ওপর স্টোনচিপ থাকার কারণে নিত্যদিন দুর্ঘটনা কবলে পড়ছে নিত্যযাত্রী সহ ছোট যানবাহন। তার জন্য সেমাবার সকাল থেকে রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় গাড়িচালকসহ পথে চলতি মানুষ।
তাদের দাবি দীর্ঘদিন ধরে এই রেল লাইনের চলাচলের রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে যার কারণে অ্যাম্বুলেন্স কিংবা পথ চলতি মানুষদের চলাচলের অসুবিধা চলতেই থাকে যার কারণে বিক্ষোভ দেখাচ্ছে এলাকার মানুষজন তাদের দাবি যতক্ষণ না রেলের কোন কর্তৃপক্ষ এসে সদ উত্তর দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলবে বলে জানা যায় গঙ্গাসাগর মেলার আগেই বড়সড় বিক্ষোভের মুখে পড়ল রেল কর্তৃপক্ষ।