সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ৯,জানুয়ারী :: বাংলার বেশ কিছু ঐতিহ্যশালী বিষয়গুলিকে সকলের দরবারে তুলে ধরতে অভিনব পন্থা গ্রহণ করেছেন সুব্রত বাবু । পুরো নাম সুব্রত রায় চৌধুরী। কলকাতা থেকে সাইকেলে চেপে তিনি কামাখ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। গত জানুয়ারি মাসের ৩ তারিখ থেকে তিনি এই যাত্রা শুরু করেছেন।
সাইকেলে চেপেই মাইলের পর মাইল অতিক্রম করছেন তিনি। আজ তিনি সন্ধ্যায় শিলিগুড়িতে পৌঁছান। তাকে তার এই অভিনব যাত্রা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, বাংলার বেশ কিছু ঐতিহ্যশালী বিষয়কে তুলে ধরতেই তার এই অভিনব সাইকেল চড়ে যাত্রা। সাধারণত দিনের বেলা তিনি সাইকেল চালান, রাতের দিকে কোন ধাবা বা লাইন হোটেলে রাতের খাবার খেয়ে সেখানে বিশ্রাম করেন।
পরের দিন সকাল হতেই তিনি তার যাত্রা আবার শুরু করেন। এছাড়া তিনি আরো জানান তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। আসামের কামাখ্যার উদ্দেশ্যে তিনি সুদূর কলকাতা থেকে যাত্রা শুরু করেছেন। কবে নাগাদ পৌঁছবেন তিনি? এই বিষয়ে প্রশ্ন করা হলে সুব্রত বাবু জানান আগামী ১২ তারিখের মধ্যে তার ইচ্ছে আছে কামাখ্যা পৌছানো সেখানে গিয়ে মন্দিরে মায়ের দর্শন করবেন। কুর্নিশ জানাতেই হয় সুব্রত বাবুর এই অভিনব উদ্যোগকে।