সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: দার্জিলিং :: বুধবার ১০,জানুয়ারি :: দার্জিলিং চিড়িয়াখানার সুখ্যাতি রয়েছে। শুধু দেশের নয় বিদেশ থেকেও প্রচুর পর্যটক এসে থাকেন এই দার্জিলিং চিড়িয়াখানায়। কারণ দার্জিলিং চিড়িয়াখানা হলো বিভিন্ন জীবজন্তুর সম্ভার। বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির জীবজন্তু রয়েছে এই দার্জিলিং চিড়িয়াখানায়। এবার এই চিড়িয়াখানার মাথায় পালক যুক্ত হল।
তুষার চিতা কিংবা স্নো লেপার্ডের প্রজননের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সেরা চিড়িয়াখানার তকমা পেল দার্জিলিং চিড়িয়াখানা। গত ৩০ বছরে ৭৭ টি লেপার্ডের জন্ম হয়েছে এই চিড়িয়াখানায় যার মধ্যে গত বছর জন্ম হয়েছে ছটি । এই চিড়িয়াখানার ধারেকাছে নেই আর অন্য কোন চিড়িয়াখানা। স্বাভাবিকভাবে এই খবর প্রকাশ্যে আসতে খুশি সংশ্লিষ্ট চিড়িয়াখানা কর্তৃপক্ষ।