কুমার মধ্যব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ১১,জানুয়ারি :: শিক্ষকের বাড়িতে ভয়াবহ ডাকাতি। পরিবারের সদস্যদের হাত,মুখ বেঁধে রেখে যথেচ্ছ লুটপাট। অন্তত দশ ভরি সোনা, নগদ দেড় লক্ষ টাকা, ও একাধিক মোবাইল ফোন নিয়ে চম্পট ডাকাত দল। জানলা ভেঙে বাড়ির ভেতরে ঢোকে সশস্ত্র ডাকার দল। সাতজন ডাকাতের অধিকাংশের হাতেই ছিল আগ্নেয়াস্ত্র।
মালদহের বৈষ্ণবনগর থানার শাহবানচক গ্রাম পঞ্চায়েতের পূর্ব বেদরাবাদ এলাকার ঘটনা। গৃহকর্তা উজির হোসেন নামি বেসরকারি আবাসিক স্কুলের প্রধান শিক্ষক। ডাকাতির আগে পরিবারের লোকজনকে বেঁধে ফেলা হয়। অন্তত চারটি ঘর লণ্ডভণ্ড করে দুষ্কৃতীরা। রাত দুটো নাগাদ হানা দেয় ডাকাত দল।
এক ঘন্টারও বেশি সময় ধরে চলে ডাকাতি ও লুটপাট। দুষ্কৃতীদের মুখ ঢাকা ছিল। নিজেদের মধ্যে কথাবার্তা বলার সময় হিন্দি ভাষার ব্যবহার। খবর পেয়ে ঘটনাস্থলে বৈষ্ণবনগর থানার পুলিশ।