গঙ্গাসাগর মেলায় আগত পূর্ণ্যার্থীদের সুবিধার্থে প্রস্তুত রাখা হয়েছে ১৩ টি বাফার জোন

সুদেষ্ণা মন্ডল  ;; সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: শুক্রবার ১২,জানুয়ারি :: পূণ্যার্থীদের কথা মাথায় রেখে, তাঁদের বিশ্রামের জন্য অন্যান্য বছরের মতো দক্ষিণ ২৪ পরগণার জোকা থেকে কচুবেরিয়া পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে মোট ১৩ টি বাফার জোন তৈরি হয়েছে। সেই বাফার জোনে বিশ্রাম রত পূণ্যার্থীদের যাতে কোনও সমস্যা না হয় সেই সংক্রান্ত বিষয় সুনিশ্চিত।

পুণ্যার্থীদের জন্য পর্যাপ্ত পরিমাণে পানীয় জল ও শৌচালয় তৈরি করা হয়েছে।এছাড়াও থাকছে পূণ্যার্থীদের জন্য গাড়ি পার্কিংয়ের বিশেষ জায়গা। থাকছে পর্যাপ্ত পানীয় জল, শৌচালয়ের ব্যবস্থা। এর পাশাপাশি বাফার জোনে থাকছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। যদি কেউ শারীরিক অসুস্থতা বোধ করেন, বা যদি কেউ মেলা পর্যন্ত যেতে না পারেন, সেক্ষেত্রে তাঁদের কথা মাথায় রেখে করা হচ্ছে জায়ন্ট স্ক্রিনের ব্যবস্থা। ওই জায়ন্ট স্ক্রিনের মাধ্যমেই দেখা যাবে গঙ্গা সাগরের মেলা ও মন্দিরের পুজো।

এর পাশাপাশি পূণ্যার্থীদের সঙ্গে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকেও জোর দেওয়া হয়েছে। বিশ্রামরত পুণ্যার্থীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনের তরফে বাফার জোনে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। জায়ন্ট স্ক্রিনের মাধ্যমে পুণ্যার্থীরা গঙ্গাসাগর মেলা সংক্রান্ত বিষয় খুঁটিনাটি সমস্ত তথ্য জানতে পারবে।

জায়েন্ট স্ক্রিনে দেখানো হচ্ছে ভেসেল ও লঞ্চের টাইম। ভিন রাজ্য থেকে আগত মহিলা পুণ্যার্থীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা মহিলা পূর্নার্থীদের নিরাপত্তার জন্য যাবার জন্য মোতায়েন করা হয়েছে মহিলা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − two =