উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শারদোৎসবের রেশ এখনো কাটেনি, সামনেই কালিপুজো, দীপাবলি, ছট পুজো। আর এরই মাঝে ফের করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় এবং মানুষকে সচেতন করার লক্ষ্যে রবিবার রাত ১১টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত নাইট কার্ফিউ জারি ফিরিয়ে আনা হল।
রবিবার বর্ধমান থানার আই সি সুখময় চক্রবর্তীর নেতৃত্বে শহরের বিরহাটা মোড়ে পথচলতি মানুষকে এই নির্দেশ শুনিয়ে সতর্ক করে দেওয়া হল। পাশপাশি এদিন বিভিন্ন যানবাহন নিয়ে যাতায়াতকারীদের যাঁদের মুখে মাস্ক ছিল না তাঁদের মাস্ক দিয়ে আরো একবার পুলিশের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয় যে মাস্ক ছাড়া রাস্তায় না বেরোনোর জন্য।
পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গাপুজোর আগে রাজ্য সরকার ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত রাত্রিকালীন বিধিনিষেধ উঠিয়ে নিয়েছিল। সেই সময়সীমা পেরিয়ে যাবার পর ফের রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোনোর যে নিষেধাজ্ঞা জারি ছিল তা আবার বলবৎ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।