সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: শনিবার ১৩,জানুয়ারি :: দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে পুণ্য লগ্নে মকর সংক্রান্তির স্নান করার জন্য লক্ষাধিক পুন্যার্থী পুণ্য অর্জনের জন্য ভিড় জমাচ্ছে । সেই গঙ্গাসাগরে গভীর রাতে ঘন কুয়াশার দাপটে অন্ধকারাচ্ছন্ন। তার মধ্য থেকেও অস্ট্রেলিয়ার ইলেকট্রিক লাইট আনা হয়েছে ঘন মেঘাচ্ছন্ন কুয়াশা কাটার জন্য ।
যাতে সাগর পথে জাহাজ বা লঞ্চে করে আসতে দুর দুরন্ত থেকে তীর্থযাত্রী তারা দিকভ্রষ্ট না হয় সেই জন্য এই ব্যবস্থা। তার সাথে সাথে সমুদ্রের গতি বাড়ার ফলে কপিল মুনির আশ্রমের দিকে ধেয়ে আসছে সমুদ্র। সেই পুন্যার্থীরা একটু হলেও সমুদ্রের জল স্পর্শ করার জন্য কষ্টকে ভুলে জয়ধ্বনি দিতে থাকে।
তার সাথে প্রশাসনেরও সু ব্যবস্থার জন্য প্রশংসা করতে থাকে তীর্থযাত্রীরা। লক্ষাধিক পূর্ণ্যার্থী গঙ্গাসাগর মুখী হয়েছে বিভিন্ন বাফার জোনে তাদেরকে রাখা হয়েছে । প্রশাসনের তরফ থেকে খাদ্য ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। গঙ্গাসাগর মেলাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।