শীতের দাপুটে ব্যাটিং শৈল শহর থেকে মহানগরী কনকনে ঠান্ডায় কাঁপছে

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: শনিবার ১৩,জানুয়ারি :: শীতের দাপুটে ব্যাটিং শুরু, শৈল শহর দার্জিলিং থেকে মহানগরী কনকনে ঠান্ডায় কাঁপছে। সাথে রয়েছে ঘন কুয়াশার দাপট। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮, অপরদিকে পশ্চিমের জেলা গুলির তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নমুখী।

আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে শনিবারই শীতলতম দিন, প্রসঙ্গত ডিসেম্বরের মাঝামাঝি কিছুটা হাড় কাঁপানো ঠান্ডা অনুভব হলেও উধাও হয়ে গিয়েছিল তারপরে। কাঙ্ক্ষিত ঠান্ডার জন্য চাতক পাখির মত চেয়ে বসেছিল অনেকেই। সেই স্বপ্ন পূরণ হলো, এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা মহানগরীতে ১২.৮ ডিগ্রিতে দাঁড়িয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে আগামী বুধবার পর্যন্ত কনকনে ঠান্ডা ও কুয়াশার দাপট বজায় থাকবে রাজ্যজুড়ে। বৃহস্পতিবার থেকে বাড়বে ধীরে ধীরে তাপমাত্রা, পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী সোমবারে দার্জিলিংয়ের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে আবহাওয়া দপ্তর সূত্র মারফত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =