নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তুফানগঞ্জ :: রবিবার ১৪,জানুয়ারি :: বিজেপির আদি-নব্য দ্বন্দ্বে উত্তাল তুফানগঞ্জ।আদি নব্য দ্বন্দ্ব যেন কোনমতেই পিছু ছাড়ছে না পদ্ম শিবিরের। বিধায়কের উপস্থিতিতে বিজেপির কর্মী বৈঠকের ঢিল ছোড়া দূরত্বে ধর্নায় বসলেন বিজেপির আদি গোষ্ঠীর কর্মীরা।
প্রসঙ্গত ১১ই জানুয়ারির রাতে তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের বারোকোদালি ১ গ্রাম পঞ্চায়েতের হরিরহাট এলাকায় ইটভাটায় কর্মী নিয়োগ করাকে কেন্দ্র করে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য হরেন্দ্রনাথ বর্মার উপর আক্রমণ করার অভিযোগ ওঠে বিজেপির নব্য গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনায় গতকাল বারোকোদালী ১ গ্রাম পঞ্চায়েত বিজেপি কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি আদি গোষ্ঠীর কর্মীরা।
তাদের অভিযোগ বিধায়িকার নির্দেশে রাতের অন্ধকারে মন্ডল সভাপতি কাজের লোককে দায়িত্ব না দিয়ে কাছের লোককে দায়িত্ব দিয়েছে। আজ তুফানগঞ্জ বিধানসভা ভিত্তিক একটি কর্মী বৈঠকের ডাক দেয় বিজেপি সেই কর্মী বৈঠকে উপস্থিত ছিলেন তুফানগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়িকা মালতি রাভা রায় সহ জেলার নেতৃত্বরা। আর সেই কর্মী বৈঠকের ঢিল ছোড়া দূরত্বে ধর্নায় বসেন বিজেপির আদি গোষ্ঠীর কর্মীরা।
এ বিষয়ে বিজেপির ২নং মন্ডলের সহ সভাপতি নৃপেন দাস বলেন বিধায়িকার নির্দেশে কি কারনে মন্ডল সভাপতি রাতের অন্ধকারে কিছুর বিনিময়ে কাজের লোককে দায়িত্ব না দিয়ে কাছের লোককে দায়িত্ব দিয়েছে জেলা নেতৃত্বকে তার জবাব দিতে হবে।