সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ১৪,জানুয়ারি :: ডিসেম্বর মাসের মাঝামাঝি ঠান্ডা কিছুটা দাপট দেখালো আবার উধাও হয়ে গেছিল। তবে জানুয়ারি মাসের শুরু থেকেই দাপুটে ইনিংস খেলছে শীত। গোটা রাজ্যজুড়ে তাপমাত্রার পারদ নিম্নমুখী হচ্ছে। পুরুলিয়া ঠান্ডার ক্ষেত্রে রীতিমত টক্কর দিচ্ছে শৈল শহর দার্জিলিংকে।
রবিবার দিন পুরুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৫, অপরদিকে দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৫। সকাল থেকেই কনকনে ঠান্ডা হাওয়া, সাথে ঘন কুয়াশা জীবনযাপন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে পুরুলিয়াতে। পথ চলতি মানুষের সংখ্যা ছিল খুবই কম।
যারা বাড়ির বাইরে বেরিয়ে ছিলেন প্রয়োজনীয় কাজে আপাদমস্তক ঢাকা তাদের। পুরুলিয়ার প্রতিবেশী রাজ্য বাঁকুড়াতেও এদিন শীতের কামড় অব্যাহত। সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় নেমে যায় ৮.৮ ডিগ্রিতে। প্রসঙ্গত আবহাওয়া দপ্তর দপ্তর সূত্রে জানা গেছে এরকম ঠান্ডার দাপট আরো দিন দুয়েক থাকবে।