শিলিগুড়িতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ১৫,জানুয়ারি :: শিলিগুড়ির ১৪ নম্বর ওয়ার্ডে গত ১০ই জানুয়ারি থেকে ওয়ার্ড উৎসব উন্মীলন শুরু হয়েছিল। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারে ক্রীড়া প্রতিযোগিতার ক্ষেত্রে বিশেষ আকর্ষণ ছিল হাঁটা প্রতিযোগিতা ও হাফ ম্যারাথন প্রতিযোগিতা।

এ ছাড়া দাবা ক্যারাম ব্যাডমিন্টন প্রতিযোগিতা সহ আরও বেশ কিছু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে প্রচুর প্রতিযোগী ও প্রতিযোগিনী এইসব প্রতিযোগিতা গুলিতে অংশগ্রহণ করেছিলেন। আজ সন্ধ্যায় আমতলা ক্লাবের অনুষ্ঠান মঞ্চ থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতি শ্রাবণী দত্ত, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, ১৪ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি বিশ্বময় ঘোষ ,১৪ নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট কমল কর্মকারসহ আরো অনেকেই। এই প্রসঙ্গে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর তথা এম এমআইসি শ্রীমতি শ্রাবণী দত্ত জানান সারা বছরই আমরা আমাদের কাজে ব্যস্ত থাকি বিভিন্ন সমস্যা বিভিন্ন প্রতিকূলতা নিয়ে আমাদের দিন চলে।

এই কটা দিন সবাই একসঙ্গে করে আনন্দ করি, এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে একদিকে যেরকম দক্ষতা তুলে ধরা যায় অপরদিকে মানসিকভাবেও নিজেকে শক্ত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 4 =