নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সুন্দরবন :: সোমবার ১৫,জানুয়ারি :: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এই তেরো পার্বণের অন্যতম হল মকর সংক্রান্তির দিন পৌষ পার্বণ। আর পৌষ পার্বণ মানেই পিঠে,পুলি উৎসব।
এই ডিজিটাল যুগে মেশিনের ও বিভিন্ন যন্ত্রকে পেছনে ফেলে ঢেঁকিতে চাল গুঁড়ো করার হিড়িক লেগেছে উত্তর ২৪ পরগনার প্রত্যন্ত সুন্দরবনের বাকরা ডোবরে গ্রামে।
দীর্ঘ ৩০ বছর ধরে গ্ৰামের লোকের ভরসা প্রাচীন নিয়মে ঢেকিতে চাল কুটে পিঠে তৈরি করা। পুরানো ঐতিহ্য ধরে রাখতে এ যেন রীতিমতো মায়েদের এক অভিনব প্রচেষ্টা,,,রাত-দিন এক করে ঢেঁকিতে চাল গুঁড়ো করতে ব্যস্ত। কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি ।