নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ১৫,জানুয়ারি :: লোকসভা নির্বাচনকে সামনে রেখে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা অনুষ্ঠিত হলো। জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের নিয়েই মূলত এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় তৃণমূল দলের বিধায়কেরাও উপস্থিত হয়েছিলেন।
আগামী লোকসভা নির্বাচনে বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি , লোক ঠকানোর বার্তার প্রতিবাদ জানিয়ে শুরু হবে প্রচার। পাশাপাশি বিভিন্ন বুথ স্তরে প্রতি ১৫ থেকে ২০ পরিবারকে সঙ্গে নিয়ে ছোট ছোট আলোচনার মাধ্যমেই নির্বাচনী প্রচার শুরু করা হবে। সোমবার দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামে জেলা তৃণমূল কংগ্রেস কমিটির এই বর্ধিত সভায় উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন ।
তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী , দলের জেলার সহ-সভাপতি বাবলা সরকার, জেলা মহিলা তৃণমূল সভানেত্রী সাগরিকা সরকার, বিধায়ক সাবিত্রী মিত্র সহ অন্যান্যরা।