নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ১৬,জানুয়ারী :: দুর্গাপুর বামুনাড়ার এক বেসরকারি ইস্পাত কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায় কতৃপক্ষের নির্দেশে । কারখানা বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েন শ্রমিকেরা । শ্রমিকেরা বিক্ষোভ দেখাতে শুরু করেন বিভিন্ন দাবীতে । শ্রমিকদের প্রধান দাবী ছিল চারজন শ্রমিকের সাসপেনশন তুলে নিতে হবে । বহিরাগতদের নিয়োগ চলবেনা ।
স্থানীয়দেরই নিয়োগ করতে হবে । শ্রমিক বিক্ষোভের জেরে কতৃপক্ষ কড়া পদক্ষেপ নেয় । কতৃপক্ষ কারখানায় বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেয় উৎপাদন বন্ধের । এতে চরম বিপাকে পড়েন শ্রমিকরা ।দীর্ঘ সময় পরে শ্রমমন্ত্রী মলয় ঘটকের নির্দেশে এই অচলাবস্থা কাটল । কতৃপক্ষের সদিচ্ছায় এবং শ্রমিকদের ইচ্ছায় এবং উভয় পক্ষের সহমতে কারখানা চালু হল । আর কারখানা খোলায় এখন খুশির হওয়া শ্রমিক মহলে ।