পূর্ব বর্ধমানের জামালপুরে প্রাচীন প্রথা মেনে মহা ধুমধাম সহকারে আদিবাসী সমাজ তাদের পূণ্যস্নান ও অস্থি বিসর্জন অনুষ্ঠান সারলেন ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ  :: বর্ধমান  ;; বুধবার ১৭,জানুয়ারী ::  পূর্ব বর্ধমানের জামালপুরে প্রাচীন প্রথা মেনে মহা ধুমধাম সহকারে আদিবাসী সমাজ তাদের পূণ্যস্নান ও অস্থি বিসর্জন অনুষ্ঠান সারলেন ।সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষ দামােদরের তীরে তেলকুপি গাইয়া ঘাটে সমবেত হন।

তারা নদীতে অস্থি বিসর্জন ও পুণ্যস্নান সারেন।রাজ্যের বিভিন্ন জেলা ও রাজ্যের বাইরে থেকেও বহু মানুষ সামিল হন ওই অনুষ্ঠানে। পূণ্যস্নান সেরে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পন করেন সকলে। মেলা বসে। সেখানে আদিবাসীদের তীর ধনুক বিক্রি হতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + six =