দার্জিলিংয়ের তুষারপাত, খুশির হাওয়া পর্যটকদের মধ্যে

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ  :: দার্জিলিং ;; বুধবার ১৭,জানুয়ারী ::  মকর সংক্রান্তির পরের দিন তুষারপাতের ঘটনা ঘটলো শৈল শহরে। রীতিমত উচ্ছ্বাসিত পর্যটকরা। শীতের মৌসুমে পর্যটকদের আনাগোনা এমনিতেই বেড়ে যায় দার্জিলিংয়ে। তার মধ্যে তুষারপাতের ঘটনার সাক্ষী হতে পারার জন্য পর্যটকদের মধ্যে খুশির হাওয়া। দার্জিলিংয়ের সান্দাকফু ও টুমলিং এ তুষারপাতের ঘটনা ঘটেছে।

সংলগ্ন এলাকা গুলির তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়, এরপর দুপুর থেকেই তুষারপাতের ঘটনা ঘটে। বরফের পুরো আস্তরণে ঢেকে যায় রাস্তাঘাট, রীতিমতো উৎসাহ চোখে পড়ে পর্যটকদের মধ্যে। অনেক পর্যটকই এই তুষারপাতার ঘটনা দেখতে পেয়ে বেজায় খুশি।

উত্তরবঙ্গ কনকনে ঠান্ডায় কাঁপছে, শুধু উত্তরবঙ্গ নয় গোটা রাজ্যে কনকনে ঠান্ডায় কবলে। এদিন সমতলসহ শিলিগুড়িতেও ব্যাপক ঠান্ডা পড়েছে। গত বছরের রেকর্ড ভেঙে দিয়েছে, গত বছর মকর সংক্রান্তির পরের দিন শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি। এদিন সেই তাপমাত্রা নেমে যায় ৯ ডিগ্রিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 19 =