সুদেষ্ণা মন্ডল / সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: ব্যুরো নিউজ :: বৃহস্পতিবার ১৮,জানুয়ারি :: বুধবার ছিল বাংলা চলচ্চিত্র জগতের মহানায়িকা সুচিত্রা সেনের প্রয়াণ দিবস। ২০১৪ সালের এই দিনে সুচিত্রা সেন কলকাতার বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন।
পাবনার এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারের অন্দরমহলে ১৯৩১ সালের ৬ এপ্রিল মহানায়িকার জন্ম হয়। জন্মানোর পর তাঁর পিতা রীতিমতো এলাকায় মিষ্টি বিলিয়ে দেন। তিনি মেয়ের নাম রাখেন রমা দাশগুপ্ত । এই রমা হলেন পরবর্তীতে বাংলা সিনেমার অদ্বিতীয় নায়িকা সুচিত্রা সেন । তাঁর শশুরবাড়িও ঢাকার গেন্ডারিয়ায় । উত্তম সুচিত্রার অন স্ক্রিন কেমিস্ট্রি আজকের দিনেও সুপারহিট।
সপ্তপদী থেকে হারানো সুর একের পর এক মাইলস্টোন সিনেমা উপহার দিয়েছেন উত্তম সুচিত্রা। ১৯৮০ সালের ২৪ জুলাই মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর দিন থেকেই নিজেকে আড়াল করে নিয়েছিলেন সুচিত্রা সেন। সুচিত্রা সেনের প্রয়াণ দিবসে রইল সংবাদ প্রবাহের শ্রদ্ধাঞ্জলি।