সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: ভাঙড়ে এক গৃহবধুর রহস্য মৃত্যু, তদন্তে ভাঙড় থানার পুলিশ।ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনা জেলার ভেজেরআইট গ্রামে।মৃত মহিলার নাম নুরবানু বিবি।সোমবার সকালে ভেজের আইটের কাছে এক বাঁশবাগান থেকে মহিলার কনকাল উদ্ধার হয়।অভিজোগের তীর এলাকার এক যুবক আকবর মোল্যার বিরুদ্ধে।অভিজুক্ত পলাতক।গোটা ঘটনার জেরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে।ঘটনার তদন্তে নেমেছে ভাঙড় থানার পুলিশ।স্থানীয় সুত্রে খবর ভাঙড়ের ভেজের আইটের বাসিন্দা নুরবানু বিবির বিয়ে হয় উত্তর ২৪ পরগনা জেলার মালঞ্চ এলাকায়।কিন্ত পারিবারিক অশান্তির জেরে নিজের বাড়ি ফিরে আসেন নুরবানু বিবি।যদিও আবার এলাকার আকবর মোল্লা নামে এক যুবকের সাথে নতুন সম্পর্কে জড়ায় সে।তবে এই সম্পর্কে ফাটল ধরে।বিশেষ সুত্রের খবর সম্পর্কে ফাটলের জেরে নুরবানু বিবিকে একাধিকবার প্রানে মেরে ফেলার হুমকি দেয় আকবর মোল্লা।
শুধু তাই নয় প্রায় ১ মাস ধরে হদিশ মিলছিল না নুরবানু বিবির।পরিবারের তরফ থেকে থানায় মিসিং ডায়েরি করা হয়।অবশেষে আজ সকালে ভাঙড়ের ভেজের আইট সংলগ্ন এলাকায় এক বাঁশবাগান থেকে মহিলার দেহ উদ্ধার হয়।মৃতদেহের পাশ থেকে মিলেছে একটি ব্যাগ।
পরিবারের দাবি আকবর মোল্যা নামে ঐ যুবক নুরবানু বিবিকে হত্যা করেছে ও দেহ লোপাট করার চেষ্টা করেছে।এই ঘটনার পর অভিযুক্ত পলাতক। তদন্তে নেমে অভিযুক্তের খোঁজের পাশাপাশি তদন্ত দেহ ময়নাতদন্ত পাঠিয়েছে পুলিশি।