নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলাঘাট :: শুক্রবার ১৯,জানুয়ারি :: কোলাঘাট মানেই ফুলের হাট । যার সুখ্যাতি জগৎজোড়া। সেই কোলাঘাটেই রূপনারায়ণ নদের নৈসর্গিক শোভার মাঝে গৌরাঙ্গ ঘাটে শুরু হল ফুলের মেলা। এতে অংশ নিয়েছেন ফুল চাষি থেকে সখের পূষ্প প্রেমীরা। প্রায় পাঁচশ ফুলের টবে সেজেছে মেলা চত্বর।
গাঁদা, ইনকা, নানা প্রজাতির চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, ক্যালেন্ডুলা, বাহারি গোলাপ থেকে প্রদর্শিত হচ্ছে রকমারি ডালিয়া ফুল। ফুলের মেলা চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত । এই মেলার উদ্বোধন করেন পুষ্প বিশেষজ্ঞ গোষ্ঠ বিহারি বেরা। সমগ্র আয়োজনটি উৎসর্গ করা হয়েছে এলাকার সদ্য প্রয়াত পূষ্পপ্রেমী তথা পুষ্পজীবী নিমাই আদকের স্মরণে। ১৬ জন পুষ্পপ্রেমীকে সংবর্ধনাও দেওয়া হয়।