সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: ব্যুরো নিউজ :: শনিবার ২০,জানুয়ারি :: ব্যাপক ঠান্ডার কবলে উত্তর ভারত। রাজধানী সহ পাঞ্জাব হরিয়ানা, উত্তর প্রদেশ, কনকনে ঠান্ডায় কাঁপছে। সকাল থেকেই ঘন কুয়াশা তারপরে কনকনে ঠান্ডা সাধারণ জীবন যাপন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। আবওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে এখনই এই ঠান্ডা বিদায় নিচ্ছে না।
আগামী আরো কিছুদিন এই ঠান্ডা থাকবে। উত্তর ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে পাল্লা দিয়ে নামছে সর্বনিম্ন তাপমাত্রা। ঘন কুয়াশার কারণে দৃশ্যমান্যতা কমে যাচ্ছে যানবাহন চলাচলের ব্যাপক অসুবিধা হচ্ছে। তবে এত ঠান্ডা কেন এবার? আবহাওয়া দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন পশ্চিমে ঝঞ্ঝার কারণে এবার মাত্রা অতিরিক্ত ঠান্ডা ও কুয়াশার দাপট অব্যাহত রয়েছে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে।