নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: শনিবার ২০,জানুয়ারি :: ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ডায়মন্ড হারবারের নেতড়া স্টেশন সংলগ্ন বাজারে। অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় একটি চামড়ার কারখানা। এছাড়া পুড়ে ছাই হয়ে যায় খাবারের হোটেল সহ প্রায় ১২টি দোকান । হোটেলের ভেতরে থাকা একাধিক সিলিন্ডার বিস্ফোরণ হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন।শিয়ালদহ ডায়মন্ডহারবার শাখার নেতড়া ষ্টেশনে ভোর তিনটে নাগাদ এদিন আগুন লেগে যায়। ২ নম্বর প্ল্যাটফর্মে আগুন লেগে যায়। খবর পেয়ে ডায়মন্ডরবার থেকে পৌঁছয় দমকলের ইঞ্জিন। তাঁরাই আগুন নেভানোর কাজ করছেন। জানা গিয়েছে, স্থানীয়রাই ভোররাতে দেখতে পান স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে আগুন জ্বলছে কয়েকটি দোকানে। তাঁরাই পুলিশ এবং দমকলে খবর দেন। পাশাপাশি স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগান।
ভোররাতে এই ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক বলেই রেল দফতর সূত্রে জানা গিয়েছে। স্থানীয় এক বাসিন্দা জানান,তখন প্রায় ৩টে বাজে, ঘুমোচ্ছিলাম। হটাৎই ঘুম ভেঙে যাওয়ার দেখি চারিদিকে আগুন জ্বলছে। আমি হোটেলে থাকি, সবাইকে ফোন করে ডাকা হল। সবাই আসল।’
আগুন নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দ্রুত এলাকার ব্যবসায়ীরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। যদিও ততক্ষণে আগুনের লেলিহান শিখা একে একে গ্রাস করেছে মোট ১০ থেকে ১২টি দোকানকে। কালো ধোঁয়া ঢেকে যায় গোটা এলাক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল।