আবারো ভেসেল পরিষেবা বন্ধ সমস্যায় পড়েছেন মুখে তীর্থযাত্রীরা

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: শনিবার ২০,জানুয়ারি :: বৃষ্টি আর ঘন কুয়াশার জেরে বন্ধ ভেসেল পরিষেবা। মূলত দৃশ্যমানতার অভাবে বন্ধ রাখা হয়েছে, ভেসেল পরিষেবা। ভেসল পরিষেবা বন্ধ থাকার কারণে সমস্যার মুখে পড়েছে গঙ্গাসাগর থেকে বাড়িমুখী তীর্থযাত্রীরা। কর্যত গঙ্গাসাগরের কচুবেড়িয়া ভেসেল ঘাটে বাড়ি ফেরার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে লক্ষ্ লক্ষ্ পুর্ন্যার্থি।

ভেসেল কর্তৃপক্ষ সূত্রের খবর, দৃশ্যমানতা কেটে গেলে আবারও পুনরায় ভাসল পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হবে। ঘন কুয়াশার কারণে ভেসেল চলাচল করানো অস্বাভাবিক ব্যাপার যে কোন মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে সেই কথা মাথায় রেখে ভেসেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। উল্লেখিত, ৮ই জানুয়ারি থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা সেই মেলা শেষ হয়েছে ১৭ই জানুয়ারি।

এবছর গঙ্গাসাগর মেলাতে ভিন রাজ্য থেকে প্রায় এক কোটি দশ লক্ষ রেকর্ড সংখ্যক উন্নতিরা এসে ভিড় জমিয়েছে। কিন্তু সকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটেছে বাড়ি ফেরার তারা রয়েছে পুণ্যার্থীদের কিন্তু ভেসেল পরিষেবা বন্ধ থাকার কারণে কার্যতো নাজেহাল পুন্যার্থীরা।

সকাল থেকেই ঘন কুয়াশা চাদরে ঢেকে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকার বিভিন্ন প্রান্ত। ঘন কুয়াশার কারণে দৃশ্যমনতার অভাব তার জেরে ফেরি চলাচলের ওপরও প্রভাব পড়েছে। এমনকি কুয়াশার কারণে রাস্তাঘাটে যানবাহন ধীর গতিতে চলছে। কনকনে শীতে দোসর বৃষ্টি । সব মিলিয়ে নাজেহাল পরিস্থিতি বঙ্গবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − five =