সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: উস্তি :: রবিবার ২১,জানুয়ারি :: প্রয়াত সিপিএম নেতার স্মরণসভায় হাজির তৃণমূল বিধায়ক । এমনই সৌজন্যতার রাজনীতি দেখা গেল মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে। শুধু স্মরণসভায় হাজিরা নয় প্রয়াত সিপিএম নেতার ছবিতে মাল্যদান করলেন এলাকার তৃণমূলের বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা।
শনিবার দক্ষিণ ২৪ পরগনা মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্রীচন্দা হাই স্কুল মাঠে প্রয়াত সিপিএম নেতা সন্দীপ বারিকের স্মরণে একটি স্মরণ সাভার আয়োজন করে স্থানীয় সিপিএম নেতৃত্ব । তাদের পক্ষ থেকে বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে চলে আসেন বিধায়ক।
সিপিএম নেতা, কর্মীদের সঙ্গে প্রয়াত সিপিএম নেতার প্রতিকৃতিতে মাল্যদান করেন তিনিও। পরে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সহ বাম নেতৃত্বের প্রশংসাও করেন। যদিও তৃণমূল বিধায়ক চলে যাওয়ার পর অনুষ্ঠান মঞ্চে আসেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। এ বিষয়ে তৃণমূল বিধায়ক বলেন , ছোটবেলায় যখন রাজনীতিতে এসেছিলেন সুদর্শন বারিককে কাছ থেকে দেখেছেন । ভালো সম্পর্ক ছিল ।
আলাদা দল করলেও সিপিএম পার্টি মানেই খারাপ নয়। আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণে সাড়া দিয়েই আসা । যদিও বিধায়কের এই কাজে মোটেই খুশি নয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মগরাহাট এক নম্বর ব্লক তৃণমূলের যুব সভাপতি ইমরান হাসান বলেন, কি কারনে বিধায়ক সিপিএমের মঞ্চে গেলেন, তা আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে উনি না গেলেই ভাল করতেন।