নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: সোমবার ২২,জানুয়ারি :: আজ ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালা মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হবে। এই উপলক্ষ্যে হাওড়া ময়দান এলাকা রামের বড় বড় ব্যানার এবং আলোর মালায় সাজানো হয়েছে। গোটা এলাকা আলোয় ঝলমল করছে। অকাল দেওয়ালিও পালন করা হচ্ছে। বিজেপি কর্মীরা আনন্দে আতসবাজি ফাটাতে থাকেন। আগামীকাল একইভাবে সারাদিন উৎসবে মেতে উঠবেন তারা।
রাজ্য বিজেপির সহ-সভাপতি সঞ্জয় সিংহ বলেন ৫০০ বছর ধরে হিন্দুরা এই মন্দিরের জন্য লড়াই করছেন। অসংখ্য হিন্দু এর জন্য প্রাণ দিয়েছেন। রাম মন্দির প্রতিষ্ঠা আমাদের সংস্কৃতি এবং ধর্মের সঙ্গে জড়িয়ে আছে। তাই মানুষের আবেগকে আটকানো যাচ্ছে না। তারা স্বতঃস্ফূর্তভাবে আজ থেকেই আনন্দে মেতে উঠেছেন।
আগামীকাল একইভাবে সারাদিন নানা অনুষ্ঠানের মাধ্যমে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে উদযাপন করবেন। এদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য জানিয়েছেন বিজেপি রামকে ইলেক্টোরাল এজেন্ট হিসেবে ব্যবহার করছে। তারা ভোটের বৈতরণী পার হওয়ার জন্য রামের শরণাপন্ন হয়েছেন।