সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে মৃত রিচার্ড মন্ডলের নিথর দেহ এসে পৌছালো বাড়িতে । দেহ আসার সাথে সাথে কান্নায় ভেঙে পড়ে শোকস্তব্ধ পরিবার সহ এলাকার মানুষজন ।।। বারুইপুরের এক্ বাসিন্দা বারুইপুরের শিখরবালি দুনম্বর পঞ্চায়েতের কল্যাণপুরের যুবক রিচার্ড মন্ডল । গত ১২ তারিখে হিমাচল প্রদেশ এ টেকিং করতে গিয়েছিল ১১ জনের একটি টিম এর সাথে । সেখানে সে নিখোঁজ হয়েছিল পরে তার মৃতদেহ উদ্ধার হয় । সোমবার বাড়িতে নিয়ে আসা হয় কফিন বন্দি তার নিথর দেহ ।
রিচার্ডকে দেখার জন্য গ্রামে জনপ্লাবন নেমে আসে । ছোটবেলা থেকে রিচার্ড অত্যন্ত মেধাবী ছাত্র ছিল । বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ করতো হায়দ্রাবাদের একটি কোম্পানিতে । যদিও লকডাউন এর জন্য বাড়িতে বসে কাজ করতো । বন্ধুরা মিলে ট্রেকিং করতে গিয়েছিল হিমাচল প্রদেশ । গত সেপ্টেম্বর তার এনগেজমেন্ট হয়েছিল। সামাজিক বিয়ে হওয়ার কথা ছিল ডিসেম্বরের ৪ তারিখ। ২৫ অক্টোবর তার ফেরার কথা ছিল। তার আগেই সেই তারিখেই তার নিথর দেহ এলো গ্রামে ।