নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: সোমবার ২২,জানুয়ারি :: অযোধ্যার শ্রীরাম মন্দিরে রামলালার মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সারা দেশে। এই বাংলাতেও বিভিন্ন জেলার পাশাপাশি আজ সকাল থেকে হাওড়াতেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পূজার্চনা, পূজাপাঠ সহ প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে।
সালকিয়ার বাঁধাঘাটে পঞ্চানন বাবার মন্দিরে রামের মূর্তিতে পূজো চলছে। সাধু সন্ত, সাধারণ মানুষ সেখানে উপস্থিত রয়েছেন। পঞ্চানন বাবা মন্দিরের সামনে জায়ান্ট স্ক্রিনে চলছে অযোধ্যার মন্দিরের লাইভ টেলিকাস্ট। এখানে তৈরি হচ্ছে রাম লেখা বিশেষ জিলিপি। সেই জিলিপি ভক্তদের মধ্যে বিলি করা হবে। এমনটি জানালেন উদ্যোক্তা সুদীপ ঘোষ।
শুধু তাই নয়, সেই জিলিপি নিজের হাতে ভেজে বিতরণ করলেন রাম ভক্তদের। তিনি জানান কান কন মে বসা হ্যায় রাম। তাই ঘিয়ে ভাজা জিলিপি বিতরণ করলেন সাধারণ মানুষের মধ্যে।