নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ২৩,জানুয়ারি :: অন্তত ৫৬০ বছর পর অযোধ্যায় রামচন্দ্র ফিরলেন। সোমবার গোটা দেশ জুড়ে উৎসবের চেহারা নেয়। বাদ যায়নি শিলিগুড়িও। সকাল থেকেই শিলিগুড়ির বিভিন্ন মন্দিরগুলিতে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। এই শুভ দিনকে স্মরণীয় রাখতে শিলিগুড়ি জংশনের একজন চাওয়ালা নিজের সাধ্যমত দৃষ্টান্ত রেখে দিলেন।
সকলকে একেবারে বিনা পয়সায় চা খাওয়ালেন তিনি। প্রসঙ্গত জানা গেছে অযোধ্যায় রামচন্দ্রের মূর্তির প্রাণ প্রতিষ্ঠার আনন্দে তিনি সকলকে বিনা পয়সায় চা খাওয়ান। চা খাওয়ার পর ক্রেতারা তাকে টাকা দিতে গেলে তিনি সরাসরি তাদের না করে দেন। ছেলেটির বয়স খুব একটা বেশি নয়, নাম পাপ্পু, শিলিগুড়ি জংশন স্টেশনের ভিতরে রয়েছে তার একটি ছোট্ট চায়ের দোকান। তিনি অযোধ্যায় রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠার উপলক্ষে সকলকে একেবারে বিনা পয়সায় চা খাওয়ান।