সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: বুধবার ২৪,জানুয়ারি :: কিছু কৃতিত্ব আছে ইতিহাসের পাতায় থেকে অমর থেকে যায়। এমন অ্যান্ডি গর্ডন গ্যানটিউমের কৃতিত্ব। শুনলে আবক হতে হয়, যাঁর গড় ডন ব্র্যাডম্যানের থেকেও বেশি। হ্যাঁ, এটাই কিন্তু সত্যি। তবু তাঁকে মানুষ মনে রাখেনি , ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনি মাত্র ১টা টেস্ট খেলেছিলেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করে কেরিয়ার শুরু করেন গ্যানটিউম । এরপর ১৯৪৮ সালে একমাত্র টেস্ট ইনিংসে করেন ১১২ রান। এরপর আর খেলেন নি তিনি, না খেলার কারণটাও চমকপ্রদ। স্লো রান তোলার জন্যই ওয়ালকট, সোবার্সদের দলে আর জায়গাই পাননি।
তাই তাঁকে ১১২ গড় নিয়েই ইতিহাসের পাতায় থেকে গেছেন তিনি। ২২ জানুয়ারি ১৯২১ সালে এই কৃতি ক্রিকেটারের ত্রিনিদাদ ও টোবাগো’র বেলমেন্টে জন্ম।