ভারতের স্পিন বোলিং এর সামনে ধরাশায়ী ইংল্যান্ড

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: শুক্রবার ২৬,জানুয়ারি :: আজ থেকে শুরু হল ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ। এদিন হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টে টসে জিতে ব্যাট করার সিধান্ত নেয় ইংল্যান্ড। তবে ভারতীয় স্প্রিং বোলিং এর সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি ইংরেজরা।

তিন ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন এবং অক্ষর প্যাটেলের অসাধারণ স্পিন বোলিং এর জন্য , ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস ২৪৬ রানে শেষ করে।বেন স্টোকস এদিন আবার একটি ঝকঝকে ৭০রান করেন।ভারতের পক্ষে জাদেজা এবং অশ্বিন তিনটি করে উইকেট নেন। অক্ষর প্যাটেল নিয়েছেন দুটি উইকেট।

অন্যদিকে বুমরাহ নেন দুটি উইকেট। প্রথম দিনের শেষে ভারতের সংগ্রহ করেছে এক উইকেটে ১১৯ রান। যসশ্বী যসোয়াল ৭৬ এবং শুভমান গিল ১৪ রানে অপরাজিত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =