সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: রবিবার ২৮,জানুয়ারি :: বিহারের মুখ্যমন্ত্রী পদত্যাগের পর সরগরম হয়ে গিয়েছে দেশের রাজনীতি। কার্যত লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটে বড়সড় ভাঙন দেখা দিলো। রবিবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র ে বিষ্ণুপুরে মোদি কাপের উদ্বোধন করতে আসেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
এরপর ডায়মন্ড হারবারে বিজেপির এক নেতা দেবাংশু পান্ডার বাড়িতে মধ্যাহ্নভোজন করতে আসেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও সাংসদ শান্তনু ঠাকুর। এখানেই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ প্রসঙ্গে সংবাদমাধ্যমের কর্মীরা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে প্রশ্ন করলে তিনি জানান “ইন্ডী জোটের পিণ্ডি চটকে গিয়েছে”। এটা হওয়ারই ছিল, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় পিন্ডি চটকে এবার নীতিশ কুমার গোয়াতে নিয়ে গিয়ে পিণ্ডি দিয়ে দিল।
জোট এখন আর নেই! জোট পুরোটাই জটে রূপান্তরিত হয়েছে। নৌকা ফুটো হয়ে গিয়েছে ফুটো নৌকায় কেউ থাকতে চায় না। এর পাশাপাশি উত্তরবঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সফর রয়েছে সেই সফর কে কটাক্ষ করতে ছাড়লেন না রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন প্রশাসনিক বৈঠকের নাম করে পার্টির মিটিং কোট করে রাজ্যের মুখ্যমন্ত্রী। পার্টির মিটিং ডাকলে কেউ আসে না তাই প্রশাসনিক বৈঠকের নাম করে পার্টির মিটিং করে।