বনহুগলী তে স্কুলে ঢুকে শিক্ষক ও শিক্ষিকাদের মারধর করার ঘটনায় দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ।

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: রবিবার ২৮,জানুয়ারি :: বনহুগলী তে স্কুলে ঢুকে শিক্ষক ও শিক্ষিকাদের মারধর করার ঘটনায় দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। রবিবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ ।

এই ঘটনায় মহেশ্বর নাড়ু ও সনু মন্ডল নামে দুজনকে এলাকা থেকে গ্রেফতার করা হয়। ধৃত দুই তৃণমূল কর্মী জানান তারা এই ঘটনার সাথে জড়িত নন এবং এই ঘটনার সময় তারা ঘটনাস্থলে ছিলেন না। তাদেরকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ।

স্কুলে হামলার ঘটনায় প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ, বনহুগলী ২ গ্রাম পঞ্চায়েতের সদস্য অলোক নাড়ু, পঞ্চায়েতের সদস্য ও বনহুগলী তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আকবর আলি খান ও স্কুলের পরিচালন কমিটির সদস্য মনিজুর রহমান এদের নাম দিয়ে থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত শিক্ষকরা। যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তাদের কেউ এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি।

এই ঘটনায় স্কুলের এক ছাত্রীকে যৌন নির্যাতন করার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে এখনো পর্যন্ত গ্রেফতার না করায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা এবং অভিভাবকরা। অবিলম্বে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করার দাবি জানিয়েছেন তারা।

এই ঘটনার তদন্তে নরেন্দ্রপুর থানায় এসেছেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি। উপস্থিত আছেন এলাকার বিধায়ক ফিরদৌসী বেগম। বৈঠক শেষে বেরিয়ে তিনি বলেন এই ঘটনায় যারাই জড়িত তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 3 =