অভিষেক ব্যানার্জীর প্রশাসনিক বৈঠকের আগে চাকরি প্রার্থীদের বিক্ষোভ

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: সোমবার ২৯,জানুয়ারি :: ২০০৯ এর প্রাথমিক শিক্ষক নিয়োগের ১৮৩৪ জনের পূর্ণাঙ্গ প্যানেলের নিয়োগের দাবিতে ডায়মন্ডহারবারে ডিপিএসসি অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন চাকরিপ্রার্থীরা। সোমবার দক্ষিণ ২৪ পরগনার ডিপিএসসি অফিসের সামনে ২০০৯ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা

নিজেদের নিয়োগের দাবি জানিয়ে অবস্থান বিক্ষোভে বসেন।চাকরি প্রার্থীদের অভিযোগ, ২০০৯ এর প্রাথমিক শিক্ষক নিয়োগের ১৮৩৪ জনের প্যানেলের মধ্যে ১৫০৬ নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও কিন্তু, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত ৩২৮ জন চাকরিপ্রার্থী নিয়োগ পাননি। তাই নিজেদের চাকরির দাবিতে ডিপিএসসি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা।

আরো বলেন এখন পর্যন্ত ১০৪২ জন চাকরিপ্রার্থীরা এখনো পর্যন্ত নিয়োগ পাবো ।কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ হচ্ছে না। চেয়ারম্যান অবিলম্বে বিজ্ঞপ্তি মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু করুন। কিন্তু এখনো পর্যন্ত চেয়ারম্যান শিক্ষামন্ত্রী ওপর ভরসা রেখেছে। আমাদের জীবন থেকে ১৫ বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ পত্র আমাদের হাতে এসে পৌঁছায়নি।

এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই। আমরা এখনো পর্যন্ত আশার আলো দেখছি আমরা নিয়োগ পাব। দেখলাম অনেক চাকরি প্রার্থীরা যারা মারা গিয়েছে আদালতের নির্দেশে তাদের বাড়িতে নিয়োগপত্র যাচ্ছে। আমরা এটা চাই না। অবিলম্বে চেয়ারম্যানকে স্মারকলিপি জমা দিয়ে আমরা জানাতে চাই যে আমাদের নিয়োগ করা হোক। ডিপিএসসি চেয়ারম্যান অজিত নায়েক বলেন, ১৫০৬ জনকে আদালতের নির্দেশ মেনেই নিয়োগপত্র দেয়া হয়েছে বাকিদের কেউ দেওয়া হবে খুব শীঘ্রই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 11 =