EXCLUSIVE :: শৌচালয় নিয়ে বিবাদের জেরে গুলি চালানোর ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার ১ দুষ্কৃতী, উদ্ধার দেশি পিস্তল এবং এক রাউন্ড গুলি,

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ২৯,জানুয়ারি :: মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে তৎপর পুলিশ।২৪ ঘন্টার মধ্যে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার ১।গভীর রাতে পুলিশি অভিযানে সাফল্য।ধৃতের কাছ থেকে উদ্ধার একটি দেশি পিস্তল এবং এক রাউন্ড গুলি। কোথা থেকে আগ্নেয়াস্ত্র এলো ? অভিযুক্ত এর আগে কোন অপরাধমূলক কাজকর্মে জড়িত কি না? খতিয়ে দেখছে পুলিশ।

বোমাবারুদের স্তুপের উপর দাঁড়িয়ে রয়েছে বাংলা অভিযোগ বিজেপির। পুলিশকে সঠিক ভাবে কাজ করতে দেয় না তৃণমূল। পুলিশকে কাজ করতে দিলে সব দুষ্কৃতীই গ্রেপ্তার হবে দাবি কংগ্রেসের।পুলিশ প্রশাসন সক্রিয় রয়েছে সাফাই তৃণমূলের।

রবিবার বিকেলে মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত পশ্চিম বেলশুর গ্রামে শৌচালয় নিয়ে বিবাদের জেরে গুলি চালানোর ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হন সাইজুল হক এবং তার ছেলে আব্দুর রহিম।গুলি চালানোর অভিযোগ উঠে দুই প্রতিবেশীর বিরুদ্ধে।সেই ঘটনায় সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত হাসান আলী (২৮) কে হরিশ্চন্দ্রপুর থানারই অন্তর্গত মিয়াহাট থেকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযুক্ত শ্বশুরবাড়িতে গা ঢাকা দিয়েছিল। সোমবার ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এ ঘটনা সামনে আসতেই বিজেপির অভিযোগ এলাকায় এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে ।

আসলে মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে তৎপর পুলিশ, হরিশ্চন্দ্রপুরে শৌচালয় নিয়ে বিবাদের জেরে গুলি চালানোর ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার ১ দুষ্কৃতী, উদ্ধার দেশি পিস্তল এবং এক রাউন্ড গুলি, বোমাবারুদের স্তুপের উপর দাঁড়িয়ে রয়েছে বাংলা কটাক্ষ বিজেপির, পুলিশকে সঠিক ভাবে কাজ করতে দেয় না তৃণমূল খোঁচা কংগ্রেসের, সাফাই তৃণমূলের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 8 =