ঐতিহ্যের শহর কোচবিহারে মুখ্যমন্ত্রীর সভা -শিলান্যাসের ছড়াছড়ি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: মঙ্গলবার ৩০,জানুয়ারি :: ঐতিহ্যের শহর কোচবিহারে মুখ্যমন্ত্রীর সভা ছিল। এদিন কোচবিহারে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠান মঞ্চ থেকে অন্তত ১৯৮টি প্রকল্পের শুভ উদ্বোধন করলেন, শিলান্যাস আর্থিক মূল্য প্রায় ৫০০ কোটি টাকা।

এছাড়াও উক্ত মঞ্চ থেকে ২ লক্ষ ১৪ হাজার মানুষের কাছে পৌঁছে দেওয়া হলো বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক পরিষেবা। পাশাপাশি, পৃথিবী খ্যাত মহাবীর চিলা রায়ের ১৫ ফুট উঁচু একটি মূর্তি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ।যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা।

এছাড়াও, রাজ্যের সর্বত্র শিক্ষার আলো ছড়িয়ে দিতে মোট ৫টি জেলায় ১৯৮টি রাজবংশী বিদ্যালয় এবং ২টি কামতাপুরী বিদ্যালয়ের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী। ৭৭৯ জন রাজবংশী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ৪ জন কামতাপুরী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাকে নিয়োগপত্র প্রদান করা হয় এই অনুষ্ঠানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =