রামের পর এবারে হনুমান পুজোর তোড়জোড় সুকান্তর খাসতালুকে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: মঙ্গলবার ৩০,জানুয়ারি :: রামের পর এবারে হনুমান পুজোর তোড়জোড় সুকান্তর খাসতালুকে। ৪১ হাত উচ্চতার ওই বিশালাকার দেবতার পুজোকে ঘিরে এখন চরম উন্মাদনা বালুরঘাটের ভূষিলা গ্রামে। চলবে সাতদিন ব্যাপী বিরাট মেলার আয়োজনও। আর যাকে ঘিরে কার্যত উপচে পড়েছে ভক্তদের ভিড়।

জানা যায়, ভূষিলা এলাকার ওই বজরংবলী পুজোটি এবারে দশমবর্ষে পা দিয়েছে। প্রতিবছর ওই গ্রামে এই সময়ে বজরংবলীর পুজো হলেও এবারে রাম মন্দির উদ্বোধনের আবহে সেই পুজো যেন বাড়তি মাত্রা পেয়েছে। মন্দির চত্বরকে কেন্দ্র করে এবারে বসেছে বিরাট গ্রাম্য মেলার আয়োজনও। শুধু তাই নয়, বজরংবলীর পাশাপাশি এলাকায় পুজিত হচ্ছে রাম, সীতা লক্ষণেরাও।

সাতদিন ব্যাপী এই পুজো ও তাকে ঘিরে মেলার আয়োজনে মনোমুগ্ধকর সাজ ও আলোকসজ্জায় মুখরিত হয়েছে এলাকা। যেখানে সন্ধ্যা নামলেই শুরু হচ্ছে রাম যাত্রা, রামায়ন পাঠ সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রায় দেড়মাস ধরে হরিরামপুরের প্রতিমা শিল্পী অর্জুন দেবনাথ ও তার ছয়জনের দল বিরাট আকারের ওই বজরংবলীর মুর্তিটি তৈরি করেছেন বলে দাবি করেছেন পুজো উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 15 =